• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশ ২২

অনলাইন ডেস্ক
  ১৭ নভেম্বর ২০১৬, ০৯:৩২

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে তিন ধাপ নিচে নেমে বাংলাদেশের অবস্থান হলো ২২। গেলো বছর যা ছিলো ২৫। অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্সটিটিউট ফর ইকোনোমিক্স অ্যান্ড পিসের প্রকাশিত ‘বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০১৬’ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সূচকে অবনতির কারণ হিসেবে ২০১৫ সালে বাংলাদেশে ঘটা সর্বোচ্চ সন্ত্রাসী হামলাই দায়ী। প্রতিবেদনে বলা হয়, হামলা ও হত্যার দিক দিয়ে ২০১৫ সালে কঠিন সময় পার করেছে বাংলাদেশ।

তবে সূচকের শীর্ষ দশে এবারো আছে পাকিস্তান ও ভারত। মোট ১৩০টি দেশের অবস্থান তুলে ধরা হয়েছে এ প্রতিবেদনে। এর মধ্যে শীর্ষে আছে ইরাক।

শীর্ষ দশের অন্যান্য দেশগুলো হল আফগানিস্তান, নাইজেরিয়া, পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, ভারত, মিসর ও লিবিয়া।

পাকিস্তান ৪র্থ, ভারত ৮ম, ফিলিস্তিন ২৮তম এবং ইসরায়েল আছে ৩৩তম অবস্থানে। মার্কিন যুক্তরাষ্ট, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়ার মতো ক্ষমতাধর দেশও আছে এ তালিকায়। ফ্রান্সের অবস্থান ২৯তম, এরপরই আছে রাশিয়া। ৩৪ নম্বরে আছে যুক্তরাজ্য আর ৩৬ নম্বরেই আছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গেলো বছরের তুলনায় পরিস্থিতি উন্নতি হয়েছে ৭৬টি দেশের। অবনতি হয়েছে ৫৩টির।

গেলো চার বছর ধরে ‘বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক’ প্রকাশ করে আসছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্সটিটিউট ফর ইকোনোমিক্স অ্যান্ড পিস।

এফএস/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh