• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চিলি পেরু ও আর্জেন্টিনায় বোমাতঙ্কে ৯ বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ আগস্ট ২০১৮, ১৫:৪১

চিলি পেরু ও আর্জেন্টিনায় বোমাতঙ্কে অন্তত ৯টি বিমান জরুরি অবতরণ করেছে। চিলির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

চিলি থেকে ছেড়ে যাওয়া ও চিলিতে প্রবেশ করতে যাওয়া যাত্রীবাহী বিমানগুলোতে বোমা আছে এমন একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ অন্তত ৩টি দেশ থেকে মোট ১১টি বোমাতঙ্কের অভিযোগ পায় কিন্তু দুটি অভিযোগের কোন ভিত্তি পাওয়া যায়নি বলে জানিয়েছে চিলির সিভিল এভিয়েশন এর পরিচালক ভিক্টর ভিলালোবস।

বিমানগুলোর অন্তত চারটি পরিচালনা করছিল চিলির বিমান কোম্পানি লাটাম এয়ারলাইন্স এবং স্কাই। আতঙ্কগ্রস্ত বিমানের অন্তত তিনটিকে লাটাম কোম্পানির ২ হাজার ৩৬৯ এর হিসেবে চিহ্নিত করা হয়েছে যেগুলো পেরুর লিমা থেকে চিলির সান্তিয়াগো যাওয়ার কথা ছিল।

আরও পড়ুন :

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কবে অবসর নেবেন, জানালেন মেসি
রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলেন ১৩৫ যাত্রী
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
বিমানবন্দরে ডলার আত্মসাৎ, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
X
Fresh