• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কেরালায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ আগস্ট ২০১৮, ১৫:১৩

ভারতের কেরালায় অতিবৃষ্টি, বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৭ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ী ভিজায়ান। খবর এনডিটিভি।

রাজ্যের সেনাবাহিনী, এনডিআরএফ এবং ব্যক্তিগত কিছু দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

আগামী রোববার পর্যন্ত ভারী বর্ষণ চলতেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কেরালার ১৪টি জেলার মধ্যে ১৩টিতেই লাল সংকেত দেখানো হয়েছে। তার মধ্যে কাসারাগোদে আর ইড্ডুকির অবস্থা খুবই ভয়াবহ।

এদিকে শুক্রবার অটল বিহারী বাজপেয়ির শেষকৃত্যে অংশ নেয়ার পরে কোচিতে যাওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পরের দিন সকালে উপর থেকেই রাজ্যের অবস্থা পর্যবেক্ষণ করবেন তিনি। ভারী বর্ষণের কারণে রোববার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে রাজ্যের সবচেয়ে ব্যস্ততম কোচি বিমানবন্দর।

কেরালা রাজ্যের সবগুলো গ্রামই প্রায় পানির নিচে তলিয়ে গেছে। খুব তাড়াতাড়ি সেখানে আরও কিছু হেলিকপ্টার পাঠানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারায়ী ভিজায়ান। বন্যায় কেরালায় টেলিকম অপারেটররা ফ্রি কলের ব্যবস্থা করেছে, বিল প্রদানের তারিখ বাড়িয়েছে এবং সাত দিনের ত্রাণ সহায়তা প্রদান করেছে।

আরও পড়ুন :

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টিপাতের রেকর্ড, যতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
রাতেই যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
টানা ৩ দিন যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে
X
Fresh