• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সুদানে নৌকাডুবিতে ২২ শিক্ষার্থীসহ নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ আগস্ট ২০১৮, ১৭:২৩

সুদানে স্কুলে যাওয়ার সময় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে একটি স্কুলের ২২ শিক্ষার্থী ও একজন নার্স নিহত হয়েছেন। বুধবার সুদানের উত্তরাঞ্চলে নীল নদে এই দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরা।

পুলিশ জানায়, ভারী বৃষ্টি ও প্রচণ্ড স্রোতের মধ্যে ইঞ্জিন বন্ধ হয়ে নৌকাটি ডুবে যায়। নিখোঁজ ১৭ জনকে উদ্ধারে নদীতে তল্লাশি চলছে। এর আগে বুধবার সকালে, ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে খারতুমের সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ।

------------------------------------------------------------------
আরও পড়ুন : অস্ট্রেলিয়ায় প্রথম মুসলিম নারী সিনেটর মেহরিন
------------------------------------------------------------------

কানবা হাই স্কুলের প্রধান শিক্ষক আবিল খায়ের আদম ইউনিস বলেন, ছাত্ররা সাধারণত পায়ে হেঁটে স্কুলে আসে, কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে ওই এলাকা প্লাবিত হওয়ায় গত এক সপ্তাহ ধরে তারা নৌকায় করে স্কুলে যাতায়াত করছিল। বুধবার শিক্ষার্থীদের বহনকারী নৌকাটি বন্যাকবলিত এলাকা পাড়ি দেয়ার সময় প্রবল স্রোতের মুখে পড়ে। এ সময় ইঞ্জিন বিকল হয়ে পড়লে নৌকাটি ডুবে যায়। ওই নৌকায় ৪০ জনের বেশি যাত্রী ছিল। যাদের বেশিরভাগই বিদ্যালয়ের শিক্ষার্থী। এদের সবার বয়স ৭ থেকে ১৬ বছরের মধ্যে।

ডুবে যাওয়া শিশুদের মধ্যে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খুঁজে বের করতে নদীতে তল্লাশি অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে ভারী বৃষ্টিতে প্রাণ হারায় অন্তত ৪০ জন।


আরও পড়ুন :

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রলারডুবি : কনস্টেবলসহ দুজনের মরদেহ উদ্ধার
সেনেগালে নৌকাডুবিতে অন্তত ২০ অভিবাসীর মৃত্যু
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাদারীপুরের দুই ‍যুবকের মৃত্যু
সুদান-দক্ষিণ সুদান সীমান্তে সহিংসতায় নিহত ৫২
X
Fresh