• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মার্কিন পণ্যে দ্বিগুণের বেশি শুল্ক বসাল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ আগস্ট ২০১৮, ১৫:৫৬

কয়েকটি কূটনৈতিক কারণে দুই ন্যাটো মিত্রের মধ্যে চলছে উত্তেজনা। আর এরই মধ্যে তুরস্কের অর্থনীতিতে ওয়াশিংটনের ‘ইচ্ছাকৃত হামলা’ দেয়ার প্রতিক্রিয়ায় তুরস্ক বেশ কিছু মার্কিন পণ্যের আমদানিতে শুল্ক আরও বাড়িছে। ওই পণ্যগুলোর মধ্যে কিছু কিছু পণ্যের দ্বিগুণেরও বেশি শুল্ক বসিয়েছে দেশটি। খবর প্রেসটিভি।

পণ্যগুলোর মধ্যে আছে যাত্রীবাহী গাড়ি, অ্যালকোহল ও তামাক।

শুল্ক বাড়ানোর বিষয়ে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট বলেন, তুরস্কের অর্থনীতিতে মার্কিন হামলার জবাবে এ শুল্ক বসানো হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের স্বাক্ষর করা ওই গেজেটে বলা হয়েছে, মার্কিন যাত্রীবাহী গাড়িতে ১২০ শতাংশ, অ্যালকোহলে ১৪০ ও তামাক পাতায় ৬০ শতাংশ শুল্কারোপ করা হয়েছে।

এ ছাড়া প্রসাধনী, চাল ও কয়লার মতো পণ্যে দ্বিগুণ শুল্ক বসিয়েছে তুরস্ক।

এ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তুরস্ক অর্থনৈতিক যুদ্ধের টার্গেটে পরিণত হয়েছে। অর্থনীতিকে জাগিয়ে তুলতে তুর্কি নাগরিকদের নিজেদের ইউরো ও ডলারগুলো বিক্রি করে দিতে আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ১০ আগস্ট শুক্রবার তুরস্কের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর দ্বিগুণ শুল্কারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ‘আমাদের শক্তিশালী ডলারের’ বিপরীতে তাদের মুদ্রা খুব দুর্বল হয়ে পড়েছে। একইসঙ্গে তিনি বলেছিলেন, বর্তমানে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো নয়।

সবশেষ তুরস্কের পক্ষ থেকে মার্কিন পণ্যে দ্বিগুণ বেশি শুল্ক বসানোর ঘোষণা এলো।

আরও পড়ুন :

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
নকল পণ্য সরবরাহের অভিযোগ, ২ জনের কারাদণ্ড
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
পণ্য বর্জনের ডাক দিয়ে ভারতীয় কূটনীতিকদের নিয়ে বিএনপি’র ইফতার
X
Fresh