• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

মৃত বাচ্চাকে ১৬ দিন পিঠে বয়ে রেকর্ড গড়েছে এই তিমি

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ আগস্ট ২০১৮, ২৩:৫০

মৃত বাচ্চাকে ১৬ দিন ধরে পিঠে বহন করে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করেছে কিলার হোয়েল প্রজাতির একটি তিমি।

গত ২৪ জুলাই কানাডার দক্ষিণ পশ্চিম উপকূলের ভ্যাঙ্কুভার দ্বীপের তীরে প্রথমবারের মতো তিমিটিকে মৃত বাচ্চা বহন করতে দেখা যায়।

এই প্রজাতির তিমিরা এক সপ্তাহ পর্যন্ত তাদের মৃত বাচ্চা বহন করে। গবেষকদের মতে, এই তিমি তার মৃত বাচ্চা বহন করে রেকর্ড গড়েছে।

সেন্টার ফর হোয়েল রিসার্চ’র গবেষক কেন ব্যালকম্ব বলেন, হয়তো এটা তার আরেকটি বাচ্চা হারানোর শোক প্রকাশের নিজস্ব ধরন। গত দুই দশকে তিমিটি সম্ভবত আরও দুটি বাচ্চা হারিয়েছে। বাচ্চা হারানো এসব প্রাণীর জন্য খুবই কষ্টের, যার পরিমাণ বেড়েই চলেছে।

তিনি বলেন, এই মা তিমির অতিরিক্ত শোক প্রকাশ খুবই অস্বাভাবিক। আমরা দেখেছি যে মা তিমিরা মৃত বাচ্চা দিনের কয়েক ঘণ্টা ধরে বহন করে থাকে। কয়েক বছর পর আমরা এমনটি দেখলাম।

গত ২৪ জুলাই বাচ্চা তিমিটি মারা যায় বলে মনে করা হচ্ছে কিন্তু মৃত্যুর কারণ সম্পর্কে গবেষকদের কোনও ধারণা নেই বলে জানিয়েছেন ব্যালকম্ব।

উল্লেখ্য, কানাডা ও যুক্তরাষ্ট্রে এই প্রজাতির তিমিরা বিলুপ্তির পথে। এরা চিনুক স্যালমন খেয়ে বেঁচে থাকে, যাদের সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে নাটকীয়ভাবে কমে গেছে।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেডের সেঞ্চুরি ও রেকর্ডের ম্যাচে বেঙ্গালুরুর হার
রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম
মোস্তাফিজের সামনে দুই রেকর্ডের হাতছানি
পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ে রেকর্ড
X
Fresh