• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘ইহুদি রাষ্ট্র’ ঘোষণার প্রতিবাদ জানিয়েছে ইসরায়েলিরাই

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ আগস্ট ২০১৮, ১৮:১৮

ইসরায়েলকে ‘ইহুদি রাষ্ট্র’ ঘোষণা করে পাস হওয়া আইনের প্রতিবাদ জানিয়েছে দেশটির কয়েক হাজার নাগরিক।

এসময় তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘সাম্যের জন্য হ্যাঁ’ এবং ‘জাতীয় আইনের(ইহুদি রাষ্ট্র) জন্য না’।

শনিবার(১১ আগস্ট ২০১৮) রাজধানী তেলআবিবের রবিন স্কয়ারে এই প্রতিবাদ কর্মসূচি ডাক দেয় দেশটিতে বসবাসকারী আরব নাগরিকদের তদারক কমিটি।

এতে তদারক কমিটির চেয়ারম্যান ও ইসরায়েলি সংসদ সদস্য মোহাম্মদ বারাকেহ, ন্যাশনাল কাউন্সিল অব আরব কমিউনিটি’র নেতা ইভা ইল্লোউজ, সংসদ সদস্য জামাল জাহালকা এবং মাসৌদ ঘানাইম অংশ নেন।

-------------------------------------------------------
আরও পড়ুন : ট্রাম্পের চেয়েও বাজে প্রেসিডেন্ট ছিলেন নিক্সন: জরিপ
-------------------------------------------------------

এসময় মাসুদ ঘানাইম বলেন, আজকের এই প্রতিবাদের মূল বার্তা হলো আইনটি দ্রুত বাতিল করতে হবে। কারণ এতে ইসরায়েলে জাতিবিদ্বেষ সৃষ্টি করেছে।

বারাকেহ বলেন, সব আরব ও ইহুদি এই আইনের প্রতিবাদ জানাচ্ছে যেন নেতানিয়াহুর সরকার এটি বাতিল করে।

নতুন এই আইনে ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র ঘোষণার পাশাপাশি অবিভক্ত জেরুজালেমকে দেশটির রাজধানী এবং হিব্রুকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

আরব সংখ্যালঘুরা ইতোমধ্যে বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন। তারা নিদেরকে দ্বিতীয় শ্রেণির নাগরিক বলে মনে করছেন।

ইসরায়েলে জনসংখ্যার ২০ শতাংশ ফিলিস্তিনি। তারা সেখানে আরব ইসরায়েলি হিসেবে পরিচিত। এদের মধ্য থেকে দেশটির পার্লামেন্টের সদস্যও নির্বাচিত হন।

রোববার(১২ আগস্ট ২০১৮) তুর্কি সরকারের বার্তা সংস্থা আনদোলু এজেন্সিতে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

আরও পড়ুন :

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
ইরান এতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়বে কল্পনাও করেনি ইসরায়েল
X
Fresh