• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জমিতে কীটনাশক থেকে ক্যানসার!

আরটিভি অনলাইন ডেস্ক

  ১১ আগস্ট ২০১৮, ১৩:৪১

জমিতে কীটনাশক ব্যবহার থেকে এক ব্যক্তি ক্যানসারে আক্রান্ত হয়েছেন- এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় বহুজাতিক কেমিক্যাল জায়ান্ট কোম্পানি মনসান্তোকে প্রায় ২৯ কোটি ডলার জরিমানা করেছে ক্যালিফোর্নিয়ার একটি আদালত। ওই ব্যক্তিকে জরিমানার অর্থ ক্ষতিপূরণ হিসেবে পরিশোধ করতে বলা হয়েছে।

যুগান্তকারী ওই মামলায় ক্যালিফোর্নিয়ার জুরি বোর্ড দেখেছেন, মনসান্তো আগেই জানতো বালাইনাশক ও আগাছানাশকে ব্যবহৃত গ্লাইফসেট শরীরের জন্য খুবই ক্ষতিকর, কিন্তু তারপরও কোম্পানিটি তাদের গ্রাহকদের জন্য সতর্ক করেনি।

কীটনাশক থেকে ক্যানসারে আক্রান্ত হওয়ার অভিযোগে এটাই প্রথম রায়।

তবে মনসান্তো ওই কেমিক্যাল ব্যবহারের কারণেই ক্যানসার হয়েছে- এমন অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।

সানফ্রান্সিসকোতে কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট স্কট পার্টিজ বলেছেন, ক্যালিফোর্নিয়া আদালত যে প্রমাণ পেয়েছেন, তা ভুল।
-------------------------------------------------------
আরও পড়ুন : চীনের গোপন ক্যাম্পে আটক ১০ লাখ উইঘুর মুসলিম: জাতিসংঘ
-------------------------------------------------------

বিবিসির এক খবরে বলা হয়েছে, এ মামলার বাদী ডোয়াইন জনসনের মতো আরও অন্তত ৫ হাজার মানুষ এ ধরনের মামলা করেছে; যা এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে বিচারধীন রয়েছে।

ক্যালিফোর্নিয়ার রায় মনসান্টোর বিরুদ্ধে যাওয়ায় অন্য মামলার বাদীরাও উৎসাহী হবেন বলে আশা করা হচ্ছে।

ডোয়াইন জনসন ক্যালিফোর্নিয়ার একটি স্কুলে গ্রাউন্ডস্কিপার হিসেবে কাজ করতেন। ওই স্কুলের মাঠ পরিচর্যা করাই ছিল তার কাজ। আগাছা দমন করতে তিনি ব্যবহার করতেন মনসান্টোর রেঞ্জারপ্রো। ২০১৪ সালে তার ক্যান্সার ধরা পড়ে।

গ্লাইফসেট বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আগাছানাশক, যদিও এটা জনস্বাস্থ্যের জন কতটা নিরাপদা তা নিয়ে বিতর্ক রয়েছে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি জমিতে হিজড়াদের প্রথম মসজিদ
২৪ ঘণ্টার মধ্যে ইন্টারনেট ও ডিসের তার অপসারণের নির্দেশ
এআই সারাচ্ছে খেলোয়াড়দের চোট
রাজা জিগমে খেসারের আমন্ত্রণে ভুটান গেছেন তথ্য প্রতিমন্ত্রী
X
Fresh