• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জাকির নায়েকের এনজিও নিষিদ্ধ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৫ নভেম্বর ২০১৬, ২৩:৩২

জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারত সরকার। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এনডিটিভির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা মঙ্গলবার সে দেশের নাগরিক জাকির নায়েকের অবৈধ এনজিও হিসেবে নিষিদ্ধ করার অনুমোদন দেয়।

সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় উত্থাপন করা হয়। পরে আলোচনা শেষে সংস্থাটি পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।

প্রস্তাবে বলা হয়েছে, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রধান জাকির নায়েক বিভিন্ন সময় উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। তার এসব বক্তব্য অন্যকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে। মৌলবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে তরুণদের জড়িত করার অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে মহারাষ্ট্রের পুলিশ।

আলোচিত এ বক্তার বিরুদ্ধে আইআরএফ এর বিদেশি তহবিল সরিয়ে পিস টিভিতে ‘আপত্তিকর’ অনুষ্ঠান তৈরির অভিযোগও রয়েছে। তার পরিচালিত দু’টি শিক্ষা ট্রাস্টের কর্মকাণ্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন সংস্থা তদন্ত করছে।

এইচটি/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh