• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আসাদ পত্নী স্তন ক্যান্সারে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ আগস্ট ২০১৮, ১৭:৩৬

স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ। টুইটারে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট। বর্তমানে দেশটির রাজধানী দামাস্কের একটি হাসপাতালে চিকিৎসা চলছে তার। খবর বিবিসি, দ্য টেলিগ্রাফ।

বাশার আল-আসাদ ওই বিবৃতিতে তার স্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বলেন, এখন তার প্রথম ধাপের চিকিৎসা চলছে।

আসমার জন্ম ১৯৭৫ সালে লন্ডনে। তার বাবা-মা সিরিয়ান। তিনি ব্রিটিশ ও সিরিয়া দুই দেশের নাগরিক।

কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করা আসমা যুক্তরাজ্যে একসময় চাকরি করেছেন ব্যাংকে। ব্যবসায় প্রশাসনের মাস্টার্স করার ইচ্ছা থাকলেও ২০০০ সালে বাশারের সঙ্গে প্রথম দেখা হওয়ার পর সে পরিকল্পনা পরিবর্তন করেন।

২০১১ সালে ভোগ ম্যাগাজিনে তাকে ‘মরুভূমির গোলাপ’ বলে আখ্যায়িত করে। ইনস্টগ্রামে তার আড়াইলাখের বেশি ফলোয়ার রয়েছে। ওই অ্যাকাউন্টে প্রায়ই তিনি স্বামীর সঙ্গে সিরিয়ার সেনাদের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাশারের স্ত্রী আসমাকে নিয়ে নানা বিতর্ক রয়েছে।

উল্লেখ্য, আসমা আল আসাদ সিরিয়ার ফার্স্টলেডি। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সহধর্মিণী কারও চোখে তিনি ‘মরুর গোলাপ’। কারো চোখে সংস্কারবাদী, সমাজসেবক, নারী অধিকারবাদী, জনদরদী। কিন্তু দেশে চলমান গৃহযুদ্ধ ও এর পরিপ্রেক্ষিতে স্বামী আসাদের পক্ষ নেয়ায় আসাদ বিরোধী শিবিরে তার অনেক সমালোচনা হয়েছে।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু
স্ত্রীসহ সাবেক এমপির পিএসের বিরুদ্ধে দুদকের মামলা
কুমিল্লার হোমনায় স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা 
X
Fresh