• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন শানশান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ আগস্ট ২০১৮, ১৮:০৪

জাপানের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী টাইফুন শানশান। যার কারণে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা ভারী বর্ষণ ও ভয়ঙ্কর ঝড়ের সতর্কতা জারি করেছে। শুধু তাই নয় এদিকে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে দেশটির বিমান সংস্থাগুলো। শানশান বুধবার রাতের শেষ দিকে অথবা বৃহস্পতিবার ভোরে টোকিও থেকে প্রায় ১শ কিলোমিটার উত্তরপূর্বে আঘাত হানতে পারে। খবর এএফপি, চ্যানেল নিউজ এশিয়া।

বুধবার ভোরে ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার। এটি টোকিও থেকে প্রায় ৫শ’ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল।

এতে দেশটিতে জনজীবনে দেখা দিয়েছে চরম দুর্ভোগ।

ঝড়ের প্রভাবে বুধবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জনসাধারণকে তাড়াতাড়ি ঘরে ফিরে যেতে অনুরোধ করা হয়েছে।

জাপানের সর্ববৃহৎ আন্তর্জাতিক বিমানবন্দর নারিতা বিমানবন্দর এরই মধ্যে বাতিল করেছে দেশি, বিদেশি বেশ কিছু ফ্লাইট।

উল্লেখ্য, গত মাসে জাপানের পশ্চিমাঞ্চলে ব্যাপক বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহত হয়েছিলেন ১৫৬ জনে বেশি। বন্যা ও ভূমিধসে দুই লাখ ৫৫ হাজার ঘরবাড়ির পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল।


আরও পড়ুন :

কারাগারে খালেদার ছয় মাস
যেকোনও সময় সরকারের পতন হবে: রিজভী

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাপানে বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ, বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন
বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে যা জানালেন জাপানের রাষ্ট্রদূত
‘সমৃদ্ধির পথে যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন
টি-টোয়েন্টিতে বিনা উইকেটে সংগ্রহ ২৫৮ রান
X
Fresh