• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ধরা খেলেন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ নভেম্বর ২০১৬, ১৫:০১

ধরে নেয়া হয়, উপমহাদেশের এমপি-মন্ত্রীরাই সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। কোনো কাজে হাত দিলেই তাদের দিতে হয় ঘুষ! কিন্তু এ ধারণা ভুল প্রমাণ করেছেন রুশ মন্ত্রী। ঘুষ গ্রহণের অভিযোগে অর্থমন্ত্রী আলেক্সেই উলিইউকায়েভকে আটক করা হয়েছে।

দেশটির প্রধান দুর্নীতিবিরোধী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি মঙ্গলবার জানিয়েছে, ঘুষ দেয়ার জন্য একটি তেল কোম্পানিকে হুমকি দেন অর্থমন্ত্রী উলিইউকায়েভ। সরকার নিয়ন্ত্রিত রোসনেফট নামের সেই কোম্পানির কাছ থেকে ২ মিলিয়ন ডলার ঘুষ নেয়ার সময় তাকে হাতেনাতে ধরা হয়।

দুর্নীতিবিরোধী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি এ ঘুষ কেলেঙ্কারির বিষয়ে সরাসরি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। পরে রাতেই উলিইউকায়েভকে আটক করা হয়।

১৯৯১ সালের ব্যর্থ ক্যুর পর সরকারের শীর্ষ কর্তাদের মধ্যে তিনিই সর্বশেষ আটক হলেন। অভিযোগ প্রমাণ হলে ৮ থেকে ১৫ বছর কারাদণ্ড হতে পারে রুশ এ অর্থমন্ত্রীর।

এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh