• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিধি-নিষেধ আসছে আজানে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ নভেম্বর ২০১৬, ১৩:৫১

মুসলমানদের নামাজের আহ্বান বা আজানের ধ্বনির কমানোর ওপর বিধি-নিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যের ওই এলাকাকে আরো অস্থিতিশীল করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিলিস্তিনি কর্মকর্তা নাবিল আবু রুদেইনা জানান, রোববার পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের উচ্ছেদ কর্মসূচি বন্ধ এবং আজানের ধ্বনি সীমিত রাখতে পার্লামেন্টে দু’টি বিল তুলেন মন্ত্রীরা। বিলে মসজিদ থেকে দিনে ৫ বার উচ্চস্বরে আজানের ধ্বনির কথা বলা হয়। এ উদ্যোগে মুসলিমদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

ইসরায়েলিদের অভিযোগের জেরে এ পদক্ষেপের কথা জানান প্রধানন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির মোট জনগোষ্ঠীর ২০ ভাগই আরব, এদের বেশিরভাগই মুসলমান।

এর মধ্য দিয়ে ইসরায়েল ধর্মযুদ্ধ বাধিয়ে দেয়ার হুমকি তৈরি করেছে বলে জানান ফিলিস্তিনের ধর্মমন্ত্রী ইউসেফ ইদেইস। উস্কানিমূলক কর্মকাণ্ড থামাতে জাতিসংঘের দারস্থ হওয়ার কথাও ভাবছে ফিলিস্তিন।

এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh