• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইসরায়েলের জন্য ৩৮০ কোটি ডলার সামরিক সাহায্য বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ আগস্ট ২০১৮, ২৩:১৭

ইসরায়েলের জন্য ৩.৮ বিলিয়ন ডলারের (৩৮০ কোটি ডলার) বেশি সামরিক সাহায্য বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মার্কিন সিনেটে একটি বিল পাস হয়েছে। মার্কিন এই সামরিক সাহায্য বাড়লে ইসরাইলের প্রতিটি পরিবার বছরে ২৩ হাজার ডলার পাবে। শুক্রবার এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা-ভিত্তিক নিউজ ওয়েবসাইট ‘মিন্টপ্রেস’। খবর প্রেসটিভি।

১ আগস্ট বুধবার যুক্তরাষ্ট্রের সিনেটররা ‘ইউনাইটেড স্টেটস-ইসরায়েল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অথারাইজেশন অ্যাক্ট অব ২০১৮’ নামে বিলটি পাস করেন। সিনেটে বিলটি পাস হওয়ার কারণে প্রতিনিধি পরিষদেও তা পাস হবার পথ পরিষ্কার হয়েছে।

ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহে প্রতিনিধি পরিষদে বিলটি পাস হতে পারে।

উল্লেখ্য, এর আগে এ বিষয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেয়া এই সহযোগিতার মধ্যে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রকল্পে ব্যয় হবে ৫০ কোটি ডলার এবং ইসরাইলের ভেতরে মার্কিন অস্ত্রের মজুদ গড়ে তোলার জন্য ধার্য করা হয়েছে ১০০ কোটি ডলার।

আরও পড়ুন :

এপি /পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
গাজায় এক কবর থেকেই উঠে আসছে শত শত লাশ
X
Fresh