• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সম্পর্ক স্বাভাবিক করতে একমত ট্রাম্প-পুতিন

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৫ নভেম্বর ২০১৬, ০৯:৫৫

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে কথা বলেছেন। সোমবার ফোনালাপে তারা ওয়াশিংটন-মস্কো সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে একমত হন।

ক্রেমলিনের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয় দু’ নেতা ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার ব্যাপারে একমত হয়েছেন। আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল ট্রানজিশনাল টিম বিবৃতিতে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন পুতিন।

ক্রেমলিনের বিবৃতিতে আরো জানানো হয়, ফোনালাপে সিরিয়ার চলমান গৃহযুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন দু’ নেতা। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতেও ঐক্যবদ্ধ উদ্যোগ নেয়ার ব্যাপারে একমত হন তারা।এছাড়া বর্তমানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক ‘চরম অসন্তোষজনক’ অবস্থায় রয়েছে সে বিষয়েও একমত হন দু’নেতা ।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh