• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বুথে টাকা না পেয়ে টপলেস ভারতীয় তরুণী!

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৪ নভেম্বর ২০১৬, ২১:৩১

বলা হয়ে থাকে, সবরে মেওয়া ফলে। কিন্তু সবার কী আর তর সয়?

তাছাড়া সব অপেক্ষাই সুখকর নয়তো। ভারতে ৫শ’ ও হাজার রুপির নোট বাতিল পরবর্তী দৃশ্যপট সে কথাই মনে করিয়ে দিচ্ছে।বিপুল মানুষের এই

দেশের প্রতিটি এটিএম বুথে এখন টাকা তোলার লম্বা লাইন। তবে লাইনে দাঁড়িয়েও টাকা মিলছে না, এমনঅভিযোগ অনেকেরই।

কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর টাকা শেষ হয়ে যাওয়ায় ধৈর্যহারা-ক্ষিপ্ত এক তরুণী কী কাণ্ডই না করলেন।খুলে ফেলতে শুরু করেন শরীরের জামা-কাপড়।

দিল্লি ময়ূর বিহারের ফেজ থ্রি বুথের সামনে রোববার এ ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে হই চই পড়ে চারিদিকে। মহিলা পুলিশ ঘটনাস্থলে দৌড়ে এসে তরুণীকে অনেক বুঝিয়ে-সুঝিয়ে জামা পরান।

এরপর তরুণীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় থানায়। সেখান থেকে পুলিশি পাহারায় তাকে অন্য একটি ব্যাঙ্কের বুথে নিয়ে যাওয়া হয়। সেই বুথ থেকে টাকা তোলেন ওই তরুণী।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ত্যক্ত-বিরক্ত হয়ে ওঠেন ওই তরুণী। পরে টাকা আর পাওয়া যাবে না শুনে অন্যদের মতোই হতাশ হয়ে পড়েছিলেন তিনি। বুথে টাকা না মিললে এমনতরো অঘটন আরো ঘটে কি না, এমন শঙ্কা ছড়িয়ে পড়েছে নাগরিক সমাজে।

কে/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh