• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইমরানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত গাভাস্কার-কপিল-সিধু-আমির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ আগস্ট ২০১৮, ১৫:২৬

পাকিস্তানে সদ্য শেষ হওয়া জাতীয় নির্বাচনে ১১৬টি আসন জিতেছে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৩৭টি আসন। তা না পাওয়ায় পিটিআই-কে জোট সরকার গঠন করতে হচ্ছে। এবার নতুন খবর হলো ইমরান তার নিজের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন সাবেক ক্রিকেট তারকা সুনীল গাভাস্কার, কপিল দেব ও নভজোত সিং সীধুসহ ভারতীয় চলচ্চিত্র তারকা আমির খানকে। খবর টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।
--------------------------------------------------------
আরও পড়ুন: স্বামীর গুলিতে প্রাণ হারালেন পাকিস্তানি অভিনেত্রী
--------------------------------------------------------

দলীয় বৈঠকে ইমরান বলেন, আগামী ১১ অগাস্ট পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন।

এদিকে কেন্দ্রীয় জোট সরকারে সঙ্গে যোগ দেয়ার জন্য এমকিউএম-পি, জিডিএ, পিএমএল-কিউ, পিএপির মতো অন্য রাজনৈতিক দল ও নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পিটিআই।

আমন্ত্রণ পেয়ে নভজোত সিং সিধু বলেন, আমি আমন্ত্রণ গ্রহণ করেছি। এটি একটি বড় সম্মান। প্রতিভাবান মানুষকে প্রশংসা, ক্ষমতাবান মানুষকে ভয় আর চরিত্রবান মানুষকে বিশ্বাস করতে হয়। খান সাব একজন চরিত্রবান মানুষ। তাকে বিশ্বাস করা যায়।

সাবেক ক্রিকেটের সিধু আরও বলেন, ভারতের পাঞ্জাব রাজ্যের একজন মন্ত্রী হিসেবে তিনিও দায়িত্ব পালন করছেন।

এছাড়া ইমরান খানকে উদ্দেশ করে অভিনেতা আমির খান বলেন, ‘আমি আপনার লক্ষ্য ও স্বপ্নকে পছন্দ করি। আপনার স্বপ্ন পূরণ হোক। আশা করি, পাকিস্তান এমন একটি সরকার পাবে, যারা দেশটির সমস্যাগুলো সমাধান করে ফেলবেন। ওই দল পাকিস্তানকে উন্নতির শিখরে নিয়ে যাবে। এটা শুধু পাকিস্তানিদের জন্য নয়, সবার জন্যই ভালো হবে।

উল্লেখ্য, গেলো ২৫ জুলাই অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ইমরান খানের দল পিটিআই ২৭২ আসনের মধ্য ১১৬ পেয়ে জয় লাভ করে।

আরও পড়ুন:

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে থানায় যেতে হলো আমির খানকে
বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় শান্ত, ইমরানুর ও রাকিব
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত ওমান-আরব আমিরাত
X
Fresh