• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জিম্বাবুয়ের নির্বাচনে ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির জয়লাভ

আন্তর্জাতিক ডেস্ক

  ০১ আগস্ট ২০১৮, ১২:৫৬

জিম্বাবুয়ের ক্ষমতাসীন দল জানু-পিএফ পার্টি ১০৯ আসন পেয়ে নির্বাচনী জয়ী হয়েছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, তারা একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। খবর আল-জাজিরার।

জিম্বাবুয়ের নির্বাচন কমিশন বুধবার জানিয়েছে, বিরোধী মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ (এমডিসি) পার্টি ৪১টি আসন পেয়েছে। তবে এখনও ৫৮টি আসনের ফল ঘোষণা করা হয়নি।

গত বছর দীর্ঘ সময়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে ক্ষমতাচ্যুত করার পর সোমবার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

তবে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি জিম্বাবুয়ের নির্বাচন কমিশন।

মঙ্গলবার বিরোধীদলীয় নেতা নেলসন চামিসা বলেন, তিনি ‘ভালোভাবেই জয়ী’ হচ্ছেন। কিন্তু নির্বাচন কমিশন তার দাবি প্রত্যাখ্যান করে। এর কয়েকঘণ্টা পর ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি প্রেসিডেন্ট এমারসন এমনানগাগওয়া বলেন, তিনি নির্বাচনী ফলাফলের ব্যাপারে ‘আশাবাদী’।

৭৫ বছর বয়সী এমনানগাগওয়া টুইটারে লিখেছেন, নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি ও জনগণের অংশগ্রহণে আমি আনন্দিত। আমরা আমাদের এজেন্টদের কাছ থেকে খুব ইতিবাচক তথ্য পাচ্ছি।

নির্বাচনে কোনও প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে আগামী ৮ সেপ্টেম্বর প্রেডেন্টসিয়াল রান-অফ অনুষ্ঠিত হবে।

জিম্বাবুয়ের ৫০ লাখের বেশি নিবন্ধিত ভোটার রয়েছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ভুল তথ্য উপস্থাপনের কারণে এক দশমিক তিন শতাংশ নিবন্ধিত ভোটার ভোট দিতে পারেননি।

এর আগের নির্বাচনগুলোতে ভয়ভীতি দেখানোর মতো ঘটনা ঘটলেও এবারের নির্বাচন তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ছিল।

এছাড়া ২০০২ সালের পর এই প্রথম ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকরা নির্বাচন মনিটর করার অনুমতি পায়।

নির্বাচনে ১৯ জন পুরুষ ও চারজন নারী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, এই প্রার্থীরা সবাই প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূস ইউনেস্কোর পুরস্কার পাননি: শিক্ষামন্ত্রী
ফিলিস্তিনের কাছে ৫ গোলে বিধ্বস্ত বাংলাদেশ
লড়াই চলবে, জনগণ বিজয়ী হবেই : মান্না
প্রেসিডেন্ট নির্বাচনে আবারও ‘বিপুল ভোটে’ জয়ী পুতিন
X
Fresh