• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সুইজারল্যান্ডের আল্পস পর্বতে বিমান বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ জুলাই ২০১৮, ১৯:৩৭

সুইজারল্যান্ডের আল্পস পর্বতের চূড়ায় বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় ৪টা ৪৫ মিনিটের দিকের এই দুর্ঘটনায় নিহত হয়েছেন বিমানের ৪ আরোহী। শনিবার দেশটির পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। খবর এনডিটিভি, দ্য লোকাল।

দেশটির পুলিশ শনিবার জানায়, স্থানীয় সময় শুক্রবার ৪টা ৪৫ মিনিটে প্রায় দশ হাজার ৮০০ ফুট উপরে ডুনান্ড পাস নামে পরিচিত একটি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। নিহতরা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। দুর্ঘটনায় বিমানের সবাই মারা গেছেন।

পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় ডুনান্ড পাস। এই এলাকাটিতে দিনে দিনে দুর্ঘটনা বাড়ছে। বৈরি আবহাওয়া এর পেছনের কারণ বলে মনে করছেন অনেকেই।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাইলটসহ চার আরোহীকে মৃত অবস্থায় পায় পুলিশ। দুর্ঘটনার কারণ জানা যায়নি।

উল্লেখ্য, এর আগে সুইজারল্যান্ডের এই পর্যটন এলাকাটিতে দুর্ঘটনা ঘটেছে।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলেন ১৩৫ যাত্রী
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
বিমানবন্দরে ডলার আত্মসাৎ, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে নিহত ১৮
X
Fresh