• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গঙ্গায় ভাসছে লাখ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ নভেম্বর ২০১৬, ১৩:৫৪

গঙ্গার পানিতে ভাসছে ভারতীয় রুপির লাখও টাকার নোট। এমন দৃশ্য দেখা গেলো উত্তর প্রদেশের মির্জাপুরের গঙ্গা নদীর নারঘাটে। শুক্রবার গোসল করার সময় লোকজন পানিতে ৫০০ ও ১০০০ রুপির কয়েকশ’ নোট ভাসতে দেখে।

নদীতে ৫০০ ও ১০০০ রুপি ভাসছে এ খবর ছড়িয়ে পড়ার পর প্রচুর মানুষ নদীর ঘাটে জড়ো হয়। নৌকা নিয়ে সংগ্রহ করতে যায় ১০০০ রুপির নোট। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অবশ্য পুলিশ মোতায়েন করা হয়।

ঠিক কতগুলো নোট গঙ্গায় ভাসেছে সে বিষয়ে সঠিক কোনো ধারণা দিতে পারেনি পুলিশ। অবশ্য স্থানীয়রা বলছেন, এ সংখ্যা কয়েক লাখ হবে।

পুলিশ শুধু জানিয়েছে, শুক্রবার প্রচুর ১০০০ টাকার নোট ভাসতে দেখেন মাঝিরা। তবে সেগুলো বেশিরভাগই পানিতে ভিজে ছিঁড়ে গেছে। নোটগুলো আসল না নকল তা তদন্তে জানা যাবে।

মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিভিশনের ভাষণে রুপির বড় এ দু’টি নোট বাতিল করে অবিলম্বে তা কার্যকরের ঘোষণা দেন। জাল নোট, কালো টাকা ও দুর্নীতি ঠেকাতে আমার হাতে বিকল্প আর কোনো উপায় ছিল না, বললেন নরেন্দ্র মোদি।

এপি/ এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh