• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জয়ের পথে ইমরান খান!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ জুলাই ২০১৮, ২৩:৫২

শেষ হয়েছে পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ। এবার চলছে ভোট গণনা। আজ ২৫ জুলাই বুধবার পাকিস্তানের স্থানীয় সময় ৬টায় ভোটগ্রহণ শেষ হয়। প্রাথমিক ফলাফলে এগিয়ে আছে ইমরান খানের দল পিটিআই। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ফলাফলে পিটিআই পেয়েছে ৮৩ আসন, পিএমএল(এন) পেয়েছে ৫৬ আসন, পিপিপি পেয়েছে ২৬ আসন আর অন্যান্যরা পেয়েছে ৬১ আসন। খবর এনডিটিভি, ডন।

বুধবার সকাল ৮টা থেকে দেশটির জাতীয় পরিষদের ২৭২ আসনে ভোট গ্রহণ শুরু হয়। এদিকে পাকিস্তান স্বাধীন হওয়ার পর পাঞ্জাবের খুহাব এলাকার একটি গ্রামের নারীরা প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিয়েছেন। ভোট গ্রহণ শুরু হওয়ার পরই ভোটকেন্দ্রে ভোট দিতে গেছেন ঘাক কল্যাণ গ্রামের নারীরা। ইতিহাস গড়েছেন খাইবার পাখতুনখোওয়া প্রদেশের আপার দিরের নারী ভোটাররা। তারাও প্রথমবারের মতো ভোট দিয়েছেন।

ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে সেনা ও পুলিশ মিলিয়ে নিরাপত্তা বাহিনীর আট লাখ সদস্যকে ভোটকেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে। রাতের মধ্যে প্রাথমিক ফলাফল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যা ৭টার আগে গণমাধ্যমগুলোকে অনানুষ্ঠানিক ফল প্রকাশ না করতে অনুরোধ জানিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন।

সবশেষ দেখার পালা কে হতে চলেছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হায়দ্রাবাদকে বিধ্বস্ত করে ছয় ম্যাচ পর জয়ে ফিরলো বেঙ্গালুরু
শান্ত-বিজয়দের বীরত্বে ডিপিএলের শিরোপা আবাহনীর
জয়ের খোঁজে টস জিতে ব্যাটিংয়ে বেঙ্গালুরু
জয়ের স্ত্রীর দাবি, সালমান শাহর মতোই তার স্বামীকে টার্গেট করা হলো
X
Fresh