• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আর কখনোই যুক্তরাষ্ট্রকে হুমকি দেবেন না : ইরানকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জুলাই ২০১৮, ১৯:১৬

আর কখনোই যুক্তরাষ্ট্রকে হুমকি দেবেন না। নয়তো ফল ভোগ করতে হবে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন। ট্রাম্প বলেন, ইরানকে এমন শিক্ষা দেয়া হবে যা ইতিহাসে খুব কম সংখ্যক লোকই এর পরিণতি ভোগ করেছে। খবর স্কাই নিউজ, প্রেসটিভি।

এক টুইটে ট্রাম্প বলেন, ‘আর কখনোই আমাদের হুমকি দেবেন না। অন্যথায় এমন পরিণতি ভোগ করতে হবে, ইতিহাসে খুব কম সংখ্যক লোকই তা ভোগ করেছে। আমরা এখন আর এমন কোনও দেশ নই যে, আপনাদের সহিংসতা ও যা করবেন তা শুনে চুপ থাকবো। সর্তক হোন।’

এর আগে ২২ জুলাই ইরানের প্রেসিডেন্ট রুহানি তার দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল এমন কোনও পদক্ষেপ না নেয়ার জন্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দেন।

রুহানি বলেছিলেন, জনাব ট্রাম্প, সিংহের লেজ নিয়ে খেলবেন না, এরজন্যে কিন্তু আপনাকে অনুতপ্ত হতে হবে।

প্রেসিডেন্ট রুহানি যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত ইরানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করলে সব শান্তির সন্ধান পাওয়া যাবে। আর তেহরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার অর্থ হবে নিজেকে সব ধরনের যুদ্ধে জড়িয়ে ফেলা।

সবশেষ রুহানির এমন হুঁশিয়ারির কড়া জবাব দিলেন ট্রাম্প।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh