• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

জোট গঠন করেই নির্বাচনে যাবে কংগ্রেস: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ জুলাই ২০১৮, ২০:৫৪

জোট গঠন করেই নির্বাচনে যাবে কংগ্রেস। রোববার (২২ জুলাই) দিল্লিতে কংগ্রেসের নতুন ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর এমনই সিদ্ধান্ত নিলেন দলের সভাপতি রাহুল গান্ধী। খবর দৈনিক আনন্দবাজার।

রাহুলের নির্দেশ অনুসারে প্রাক নির্বাচনী ও ভোট পরবর্তী জোটের পথেই যাচ্ছে দলটি।

২০১৯ সালে লোকসভা নির্বাচন হওয়ার কথা দেশটিতে। তাতে দল কোন রাজ্যে কোন দলের সঙ্গে জোট গড়বে, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব ওয়ার্কিং কমিটি তুলে দিয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর হাতে।

কংগ্রেস সভাপতি বলেন, জোট গঠনের প্রস্তুতি এরই মধ্যেই শুরু হয়ে গেছে। তার জন্য আলাদা কমিটিও গঠন করা হয়েছে।

তবে সেই কমিটিতে কারা রয়েছেন বা কোন কোন দলের সঙ্গে কংগ্রেস জোট গড়ার প্রস্তুতি শুরু করেছে, তা এখনই প্রকাশ করতে চান না কংগ্রেস সভাপতি।

রাহুল গান্ধী বলেন, সমমনভাবাপন্ন দলগুলোর সঙ্গে আমরা আলোচনা শুরু করেছি।

এ নিয়ে সোনিয়া গান্ধী বলেন, ‘জোট গঠন করা আর সেই জোটকে টিকিয়ে রাখতে আমরা দায়বদ্ধ। আমরা শপথ নিয়েছি। আর সেই ব্যাপারে রাহুলের সব ধরনের প্রয়াসের সঙ্গে আমরা আছি। আমরা থাকবও। বর্তমানে প্রতি মুহূর্তে গণতন্ত্র বিপন্ন হচ্ছে, তার হাত থেকে দেশের মানুষকে বের করে আনতে হবে।’

এদিকে গতকাল শনিবার (২১ জুলাই) মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দলের ব্রিগেড মিটিংয়ে সব বিজেপি বিরোধী দলগুলোকে আসতে আমন্ত্রণ জানানো হচ্ছে।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করতে হবে না ইউপি চেয়ারম্যানদের 
বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
১৫০ উপজেলায় প্রতীক বরাদ্দ আজ
X
Fresh