• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

গাজায় হামলা বন্ধে ইসরায়েলের প্রতি জাতিসংঘের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ জুলাই ২০১৮, ১৪:৫০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি আর বেশি উত্তপ্ত না করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ইসরায়েলকে অবশ্য পরিস্থিতির অবনতি করা থেকে বিরত থাকতে হবে। খবর পার্সটুডের।

জাতিসংঘ মহাসচিব গতকাল শনিবার বলেন, গাজা ও দক্ষিণ ইসরায়েলের পরিস্থিতিতে আমি খুবই উদ্বিগ্ন। যদিও গুতেরেস গাজা পরিস্থিতির অবনতি না ঘটাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তবে তিনি তার ভাষায় ফিলিস্তিনিদেরকে সব রকমের উসকানি থেকে বিরত থাকার কথাও বলেছেন। গুতেরেস বলেন, নতুন করে বিপর্যয়কর পরিস্থিতির দ্বারপ্রান্তে যাওয়া থেকে সব পক্ষকে বিরত থাকা জরুরি। সংকটের শান্তিপূর্ণ সমাধান ও মানবিক বিপর্যয় এড়াতে সব পক্ষের সহযোগিতা চান তিনি।

গাজার কয়েকটি স্থানে কামানের গোলাবর্ষণের পর জাতিসংঘ মহাসচিব এই আহ্বান জানলেন। এর আগে হামাস ঘোষণা করেছিল যে, তেল আবিবের সঙ্গে তারা যুদ্ধবিরতিতে পৌঁছেছে। যুদ্ধবিরতির আগে ইসরায়েলের হামলায় চার ফিলিস্তিনি নিহত ও হামাসের গুলিতে ইসরায়েলের এক সেনা নিহত হয়েছিল।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান এতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়বে কল্পনাও করেনি ইসরায়েল
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
‘ইহুদিদের ধর্মীয় উৎসব শেষ হওয়ার আগে ইরানে হামলা করবে না ইসরায়েল’
ইসরায়েলে ইরানের হামলা : প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ
X
Fresh