• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ জুলাই ২০১৮, ১৯:২৯

ভারতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে গেছে। বিপুল ভোটে জয়ী হয়েছেন মোদি সরকার।

২০ জুলাই শুক্রবার রাত ১১টায় ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ১২৬ এবং বিপক্ষে ৩২৫ ভোট পড়ায় সরকারপক্ষ জয়ী হয়েছে। খবর পার্সটুডে।

প্রায় ১২ ঘণ্টা ধরে চলা সংসদ অধিবেশনের পর লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন কণ্ঠভোটের আহ্বান জানান। কণ্ঠভোটে লোকসভার ৪৫১ জন এমপি অংশ নিলেও ভোটাভুটি থেকে বিরত থাকেন শিবসেনা, টিআরএস এমপিরা।

এর আগে অনাস্থা বিতর্কে বিরোধী সদস্যরা সরকারের তুমুল সমালোচনায় সোচ্চার হন।

সবশেষে দীর্ঘ জবাবি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের সমালোচনা গায়ে না মেখে, তাদের অভিযোগকে নস্যাৎ করাসহ সরকারের সাফল্য তুলে ধরে আগামী ২০২৪ সালে বিরোধীরা পুনরায় যাতে অনাস্থা আনতে পারে সেজন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন বলে মন্তব্য করেন।

মোদি আরও বলেন, ১২৫ কোটি দেশবাসীর আশীর্বাদ আছে আমাদের সঙ্গে।

এপি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh