• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ জুলাই ২০১৮, ১৭:২১

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৩ জন। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন। মেক্সিকোর ইকাটিপেক শহর সংলগ্ন হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি, ইএনসিএ।

স্থানীয় কর্মকর্তারা জানায়, মেক্সিকো শহরের বাইরে একটি ব্যস্ত হাইওয়ে সড়কে যাত্রীবাহী বাস পেছন থেকে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। মেক্সিকোর অন্যতম ব্যস্ত হাইওয়ে সড়ক এটি। এ সড়কে বাণিজ্যিক যানবাহন বেশি চলাচল করে।

মেক্সিকোর নিরাপত্তা কমিশনের মুখপত্র জানান, নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন মারা যান এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

উল্লেখ্য, এর আগে ১৫ জুলাই রোববার মেক্সিকোর ইকাটিপেক শহর সংলগ্ন হাইওয়েতে এক দুর্ঘটনায় নিউ মেক্সিকোর মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তিনটি গাড়ির সংঘর্ষে তিনজন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ২৪ জন।

এপি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
ঈদের প্রথম দুদিনে রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, আহত ৫
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
X
Fresh