• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারতের উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ জুলাই ২০১৮, ১৩:০৭

ভারতের উত্তরাখণ্ডের তিহরি জেলায় একটি বাস ২৫০ মিটার গভীর খাদে পড়ে নিহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে আরও নয় জন। বাসে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডে।

সুলিয়াধারের কাছে হৃষিকেশ গঙ্গোত্রী হাইওয়ের উপর চাকা পিছলে খাদে পড়ে যায় উত্তরাখণ্ড পরিবহণ দপ্তরের বাসটি। সেই সময় বাসে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। বাসটি উত্তরকাশী থেকে হরিদ্বার যাচ্ছিল।

বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দুই লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন৷ এছাড়া আহতদের দ্রুত চিকিৎসা দেয়ার জন্য হেলিকপ্টারে করে তাদেরকে হাসপাতালে নেয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷

উল্লেখ্য, এর আগে চলতি বছরের এপ্রিলে দেশটির হিমাচল প্রদেশে একটি স্কুল-বাস খাদে পড়ে গিয়ে ২৬ শিশুর মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
X
Fresh