• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আন্তর্জাতিক তেল বাজারকে স্থিতিশীল রাখছে ইরান : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ জুলাই ২০১৮, ২৩:০০

ইরান থেকে রপ্তানি করা তেল আন্তর্জাতিক বাজারকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমনটা বললেন ভিয়েনাভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ। খবর প্রেসটিভি।

মঙ্গলবার রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান থেকে রপ্তানি করা তেল আন্তর্জাতিক বাজারকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইরানের বিরুদ্ধ যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞারও বিরোধিতা করেন তিনি।

--------------------------------------------------------
আরও পড়ুন : ভারতে যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলট নিহত
--------------------------------------------------------

উলিয়ানভ আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের সঙ্গে যদি এসব দেশকে অর্থনৈতিক লেনদেন করতে হয় তাহলে অনেক কাজ করতে হবে যার সঙ্গে ব্যাংকিং, বিনিয়োগ, প্রযুক্তি, বাণিজ্য ও পরিবহনের মতো বহু বিষয় জড়িত। সেক্ষেত্রে মন্ত্রী পর্যায়ের আরও বহু বৈঠকের প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবার ঘোষণা দেন। পরে তিনি তেহরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বলেন।

আরও পড়ুন :

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩
ডিবি পরিচয়ে সয়াবিন তেলভর্তি ট্রাক ডাকাতি, গ্রেপ্তার ৭
পাবনার সাঁথিয়ায় পাটের গুদাম ও তেলের মিলে আগুন
ঘানি টেনে তেল বের করা সেই দুদু মিয়া পেলেন গরু সহায়তা
X
Fresh