• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

আপনি আসলে কোন দলে খেলছেন: ট্রাম্পকে হিলারি

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ জুলাই ২০১৮, ১৬:০৯

গ্রেট ওয়ার্ল্ড কাপ। যেহেতু পুতিনের সঙ্গে সাক্ষাৎ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প, তাই তার জন্য একটা প্রশ্ন: জানেন আপনি কোন দলের জন্য খেলছেন?

গত রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কয়েকঘণ্টা আগে নিজের টুইটারে দেয়া পোস্টে এসব কথা বলেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে দুই ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন ট্রাম্প ও পুতিন।

বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি মনে করি, এটি একটি চমৎকার সূচনা। প্রত্যেকের জন্যই অত্যন্ত ভাল সূচনা। আমি আশা করি যে জটিলতা দূর হবে এবং অসাধারণ সম্পর্ক তৈরি হবে। আমরা সামরিক, বাণিজ্য, ক্ষেপণাস্ত্র, পরমাণু আলোচনা করতে পারি।

তিনি আরও বলেন, আমাদের বন্ধু চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়েও কথা বলবো আমরা। আমার মনে হয় আমাদের মধ্যে দারুণ একটা সম্পর্কের সূচনা হবে। আমি সবসময়ই বলে আসছি যে, রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব খারাপ কিছু নয়। বিশ্বও আমাদের একসঙ্গে দেখতে চায়।

পুতিন বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার কোনও কারণ নেই। জটিলতা বা সমস্যা হওয়ার মতো কোনও বড় কারণও নেই। স্নায়ুযুদ্ধ এখন অতীত। বিশ্ব পরিস্থিতি ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
নিজেকে যে কারও চেয়ে বেশি ইসরায়েলপন্থী দাবি ট্রাম্পের
জরিপে জনপ্রিয়তায় এগিয়ে ট্রাম্প
মস্কো হামলা : যত টাকার বিনিময়ে গুলি চালায় বন্দুকধারীরা
X
Fresh