• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রাশিয়ার সঙ্গে সহযোগিতামূলক কাজের পক্ষে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুলাই ২০১৮, ১৭:৩৯

ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার-কিতারোভিক রাশিয়ার সাথে সংলাপের পক্ষে সমর্থন জানিয়েছেন।

রাশিয়ার সঙ্গে সহযোগিতামূলক কর্মকাণ্ডের পক্ষে মত দিয়ে তিনি বলেন, রাশিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় কেউ সফল হবে না।

অ্যাসোসিয়েট প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট বলেন, তিনি রাশিয়ার সাথে সহযোগিতামূলক কাজের পক্ষে এবং দেশটিকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার বিপক্ষে।

তিনি আরও বলেন, আমাদের নিরাপত্তার ক্ষেত্রে অভিন্ন হুমকির ব্যাপারে আমরা সংলাপ চাই। আমরা একসঙ্গে কাজ করতে চাই।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আসন্ন বৈঠকের ব্যাপারে কথা বলতে গিয়ে গ্রাবার-কিতারোভিক বলেন, এ ব্যাপারে ‘আমি সত্যিই আশাবাদী যে, এ দুই নেতা বিশ্বের স্থিতিশীলতা আন্তঃআটলান্টিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দেবেন।

এদিকে আজ সোমবার (১৬ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মস্কোয় সন্ত্রাসী হামলার নিন্দা জানালেন প্রধানমন্ত্রী 
মস্কোর কনসার্টে হামলাকারীদের ছবি প্রকাশ করল আইএস
মস্কো হামলায় নিহত বেড়ে ১৪৩
মস্কো হামলায় নিহত বেড়ে ১১৫
X
Fresh