• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুলাই ২০১৮, ১৪:১০

পাকিস্তানের সিন্ধু প্রদেশের হায়দরাবাদে এক সড়ক দুর্ঘটনায় পাঁচ নারী ও দুই শিশুসহ কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। উদ্ধার ও নিরাপত্তা কর্তৃপক্ষের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, রোববার রাতে এমসিক্স মটরওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

সিনিয়র পুলিশ সুপার জাহিদ শাহ জানান, হায়দরাবাদের মাটিয়ারির কাছে একটি সেমি-ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটেছে। বাসটি বিয়ের যাত্রী বহন করছিল। নিহতদের মধ্যে পাঁচ নারী এবং দুই শিশু রয়েছেন।

শাহ আরও বলেন, আহত ব্যক্তিদের নিকটবর্তী একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চাকার বাতাস বেরিয়ে গেলে বাসটি মহাসড়কের পাশ দাঁড় করায় চালক। এসময় দ্রুত গতির ট্রাকটি বাসটিকে ধাক্কা দেয়।
--------------------------------------------------------
আরও পড়ুন : নেপালে বন্যা ও ভূমিধসে নিহত ৫৬
--------------------------------------------------------

ইদি অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তারা হালা ও হায়দরাবাদের হাসপাতালে আহতদের স্থানান্তর করেছে।

এদিকে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, বাস-ট্রাক সংঘর্ষে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই চালকের অদক্ষতা ও বাজে রাস্তার কারণে দুর্ঘটনা ঘটে থাকে।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
থ্রি-হুইলার ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 
X
Fresh