• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রাণীর আগে হেঁটে সমালোচনার মুখে ট্রাম্প (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ জুলাই ২০১৮, ১৮:১৩

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দেয়ার পর থেকেই নিজের অদ্ভুত সব কাণ্ডের জন্য বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন ডোনাল্ড ট্রাম্প। এবার রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে বৈঠক করতে গিয়ে নতুন সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। যা নিয়ে ঝড় বইছে ইন্টারনেট দুনিয়ায়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, হাঁটার সময় রাণীর আগে আগে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। একসময় রাণী পুরোপুরি ঢেকে যান ট্রাম্পের আড়ালে। তবে কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পের পাশে চলে আসেন রাণী। খবর নিউ ইয়র্ক টাইমস।

শুক্রবার উইন্ডসর ক্যাসেলে রাণী এলিজাবেথের সঙ্গে সাক্ষাত করেন ট্রাম্প। তারা করমর্দন করেন, চা-ও পান করেন। দুইজন একসঙ্গে হেঁটে চলেন গার্ড অব অনার পরিদর্শনে। তাদের সেই হাঁটার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সাধারণত অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা ব্রিটেন সফরে গেলে রাণী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন। নির্দিষ্ট রাজকীয় নিয়ম বা প্রটোকল মেনে তবেই যেন তারা সাক্ষাৎ করেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে সেটা মানা হয়তো একটু কঠিনই!

কেবল রাণীর সঙ্গে সাক্ষাৎপর্বে বিতর্ক সৃষ্টি করেই থেমে থাকেননি ট্রাম্প। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের বিখ্যাত আরামকেদারায় বসে ছবি তোলেন তিনি; যা নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছেন ব্রিটেনের রাজনীতিবিদরা।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুর স্ত্রীকে শাড়ি উপহার দিয়ে সমালোচনার মুখে ব্যারিস্টার সুমন
সমালোচনার ঝড়, ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো ‘রূপান্তর’
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
নিজেকে যে কারও চেয়ে বেশি ইসরায়েলপন্থী দাবি ট্রাম্পের
X
Fresh