• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় বিএসএফের ২ জওয়ান নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ জুলাই ২০১৮, ১৫:৫০

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই জওয়ান নিহত ও একজন আহত হয়েছেন। আজ রোববার ভোরে কাঙ্কের জেলার প্রতাপপুর এলাকায় মাওবাদীরা বিএসএফ জওয়ানদের টার্গেট করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পার্সটুডের।

ভোর পৌনে ৪টার দিকে বিএসএফ সদস্যরা টহল দেয়ার সময় আচমকা মাওবাদীরা গুলিবর্ষণ করে। নিহত জওয়ানদের পাখাঞ্জুরস্থিত বিএসএফ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। এখানে তাদেরকে শেষ বিদায় জানানো হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : রাস্তায় যখন বিক্ষোভ হচ্ছিল, ট্রাম্প তখন গলফ খেলছিলেন!
--------------------------------------------------------

আহত জওয়ানকে উদ্ধার করে রাইপুরে আনার জন্য ঘটনাস্থলে এমআই-১৭ হেলিকপ্টার পাঠানো হলেও খারাপ আবহাওয়ার জন্য হেলিকপ্টারটি মাঝপথে ফিরে আসতে বাধ্য হয়। আহত ওই বিএসএফের সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

এর আগে গত ৯ জুলাই মাওবাদী অধ্যুষিত কাঙ্কের জেলায় ছোটেবেটিয়া এলাকায় মাওবাদীদের বিস্ফোরণে দুই বিএসএফ জওয়ান নিহত হয়েছিলেন। সেসময় বিএসএফ ও মাওবাদীদের মধ্যে বন্দুকযুদ্ধ হওয়ার পাশাপাশি মাওবাদীদের পেতে রাখা ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে সন্তোষ লক্ষণ ও নিত্যানন্দ নামে দুই বিএসএফ জওয়ান নিহত হন।

উল্লেখ্য, গত ২০ মে সুকমাতে মাওবাদী হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের ৮ সদস্য নিহত হয়েছিল।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু
X
Fresh