• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শিকারি যখন শিকার! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ জুলাই ২০১৮, ১৪:১৮

জলে কুমির, ডাঙায় বাঘ। না, এক্ষেত্রে জলে কুমির, আবার জলেই জাগুয়ার। আর নিজের রাজত্বেই হেরে গেল কুমির!

ব্রাজিলের একটা গভীর জঙ্গল। পাশেই একটা বড় জলাশয়। ধীরে ধীরে সাঁতার কেটে এগোচ্ছে বিশাল একটা জাগুয়ার। দেখে মনে হচ্ছে, বেশ ক্ষুধার্ত। কিন্তু দুপুরবেলায় কী খাবে সে?

ওদিকে নির্বিঘ্নে রোদ পোহাচ্ছিল একটা কুমির। তার নড়াচড়ার খুব একটা লক্ষণ নেই। আচমকাই দেখা গেল একেবারে নিঃশব্দে কুমিরটার দিকে এগোচ্ছে জাগুয়ারটা। কী হতে চলেছে?

আচমকাই একটা বিশাল লাফ। আর একটা মরণ কামড়। বেচারা কুমির লড়াইয়ের খুব একটা সুযোগই পেল না। জলে নেমে কুমিরের সঙ্গে লড়াইয়ের ঝুঁকি না নিয়ে, একেবারে সরাসরি তাক করে এক লাফে জলে কুমিরের ঘাড় কামড়ে প্রথমে কাবু করে ফেলে জাগুয়ারটি।

ব্রাজিলের জঙ্গলে একটি জলাশয়ে জাগুয়ারের কুমির শিকারের এই অবিশ্বাস্য ঘটনার ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।

সাধারণত নদীতে পানি খেতে আসা বিভিন্ন প্রাণীকে টার্গেট করে কুমির নিজেই। তবে এবার শিকারি নিজেই শিকারে পরিণত হলো।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, যা বললেন মিশা-ডিপজল
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
X
Fresh