• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আবারও সংবাদ মাধ্যমের ওপর চটেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ জুলাই ২০১৮, ১৯:২২

আবারও সংবাদ মাধ্যমের ওপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (১৩ জুলাই) শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সিএনএন, এনবিসি ও ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানকে আক্রমণ করেছেন তিনি। খবর জাপান টাইমস।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও ডোনাল্ড ট্রাম্প আলোচনা শেষে সংবাদ সম্মেলনে তারা সাংবাদিকদের তীব্র প্রশ্নের মুখে পড়েন।

সিএনএন’র এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সিএনএন ভুয়া সংবাদ মাধ্যম। আমি সিএনএন’র কাছ থেকে প্রশ্ন নেই না।

এ সময় ট্রাম্প ফক্স নিউজ চ্যানেলের সাংবাদিককে ইঙ্গিত করে বলেন, আসুন, আমরা আসল সংবাদ মাধ্যমের কাছে যাই।

এদিকে, এনবিসি’র সাংবাদিককে ট্রাম্প অসৎ বলে মন্তব্য করেছেন। তার ভাষায়, এনবিসি সম্ভবত সিএনএনের চেয়েও খারাপ।

ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান নিয়ে ট্রাম্পের অভিযোগ, তিনি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী থেরেসা মে-কে নিয়ে অনেক ভালো কথা বললেও শিরোনামে নেতিবাচক কথাগুলো তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, মার্কিন নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দেবার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প নানা কর্মকাণ্ডের মাধ্যমে বিতর্কিত-সমালোচিত হয়েছেন।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাবিপ্রবিতে অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
হুন্ডির মাধ্যমে তিন মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
X
Fresh