• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

যমুনা ফিউচার পার্কে হচ্ছে ভারতীয় ভিসা কেন্দ্র, থাকছে না ই-টোকেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জুলাই ২০১৮, ১৪:০৮

ঢাকার বারিধারায় যমুনা ফিউচার পার্কে নতুন সমন্বিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র হচ্ছে। এ কেন্দ্র উদ্বোধনের সঙ্গে সঙ্গে বিদ্যমান ই-টোকেন (সাক্ষাৎকার) ব্যবস্থাও প্রত্যাহার হবে।

আগামীকাল শনিবার সকালে সাড়ে ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কাল যৌথভাবে এ আবেদন কেন্দ্রের উদ্বোধন করবেন।

ভারতীয় হাইকমিশন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : মাত্র ২৯ দিনেই কোরআন মুখস্থ করলেন পাকিস্তানের কলেজছাত্রী!
--------------------------------------------------------

বিজ্ঞপ্তিতে বলা হয়, যমুনা ফিউচার পার্কে এই নতুন ভিসা আবেদন কেন্দ্রে ঢাকায় বিদ্যমান সকল ভিসা আবেদন কেন্দ্র (মতিঝিল, উত্তরা, গুলশান এবং মিরপুর রোড) প্রতিস্থাপিত হবে। মতিঝিল ও উত্তরায় অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রসমূহ ১৫ জুলাই ২০১৮ থেকে যমুনা ফিউচার পার্কে নতুন ভিসা আবেদন কেন্দ্রে প্রতিস্থাপিত হবে। বাকি দুইটি ভিসা আবেদন কেন্দ্রও (গুলশান এবং মিরপুর রোড) ৩১ আগস্ট ২০১৮ এর মধ্যে নতুন ভিসা আবেদন কেন্দ্রে স্থানান্তরিত হবে। এরপর থেকে ঢাকায় এটিই হবে পূর্ব নির্ধারিত সাক্ষাতকারসূচি ছাড়াই সকল শ্রেণির ভিসা আবেদনের জন্য একমাত্র ভিসা আবেদন কেন্দ্র।