• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাজ্যে পৌঁছেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ জুলাই ২০১৮, ২১:১০

যুক্তরাজ্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চার দিনের সফরে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করেন ট্রাম্প। খবর সিএনএন।

ব্রিটেন সফরে তার সঙ্গী ১ হাজার স্টাফ, প্লেন, হেলিকপ্টার ও বোমা প্রতিরোধক মার্কিন প্রেসিডেন্টের গাড়ি ‘দ্য বিস্ট’। এটি আনুষ্ঠানিক কোনো সফর না হলেও চেকারে প্রধানমন্ত্রী থেরেসা মে এবং উইন্ডসর ক্যাসেলে রাণী এলিজাবেথের সঙ্গে দেখা করার সময় লাল গালিচা সংবর্ধনা পাবেন ট্রাম্প।

--------------------------------------------------------
আরও পড়ুন: সেই থাই গুহা হবে জাদুঘর
--------------------------------------------------------

এদিকে বৃহস্পতিবার যুক্তরাজ্য সফরে রওনা হওয়ার আগে বিক্ষোভের মুখে পড়ার হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, ব্রিটিশরা আমাকে অনেক পছন্দ করে।

এদিকে ট্রাম্পের সফরকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের ঘনিষ্ঠ সম্পর্ক আরও মজবুত হবে এবং ভবিষ্যতে একটি মুক্ত বাণিজ্য চুক্তি গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

এক বিবৃতিতে থেরেসা মে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক আছে। তাদের চেয়ে ঘনিষ্ঠ মিত্র আর নেই। আর আগামীতেও তাদের চেয়ে গুরুত্বপূর্ণ মিত্র কেউ হবে না।

আরও পড়ুন:

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের জন্য ৭৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য
ট্রাম্পের সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরলেন বাইডেন
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
ফের ভোটের লড়াইয়ে উপস্থিত ট্রাম্প ও বাইডেন!
X
Fresh