• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাজনীতিবিদরা শুধু ফুল ও খাবার উপহার নিতে পারবেন: মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ জুলাই ২০১৮, ২২:২৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, মন্ত্রিসভার সবাই সরকারি কর্মকর্তা। তিনি বলেন, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও রাজনৈতিক সচিবদের তাদের সম্পদ ও আয়ের তথ্য প্রদান করতে হবে। খবর মালয়েশিয়ার স্টার অনলাইনের।

সোমবার দুর্নীতি বিরোধী মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকের পর মাহাথির মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

এদিকে মাহাথির মোহাম্মদের এই বক্তব্য আদালতের এক রায়ের সঙ্গে সাংঘর্ষিক। গত বছর এক আদালতের রায়ে বলা হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক সরকারি কর্মকর্তা নন। তাই সরকারি অফিসে দুর্নীতির জন্য তাকে দায়ী করা যাবে না।

এ প্রসঙ্গে মাহাথির বলেন, আদালতের আইন কোনও সৃষ্টিকর্তা নয়। কোনও রায় যদি যুগোপযোগী না হয়, বর্তমান চিন্তাভাবনার সঙ্গে খাপ না খায়- তাহলে তা আমরা সংশোধন করতে পারি।

তিনি আরও বলেন, উপহার হিসেবে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা শুধু ফুল ও খাবার নিতে পারবেন।

মাহাথির বলেন, এমনকি একটি ক্রেস্ট গ্রহণ করতেও অনুমতি নিতে হবে। যদি তাদেরকে (রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা) মার্সিডিজ বা প্রোটন গাড়ি দেয়া হয়, তা অবশ্যই ফেরত দিতে হবে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী
বন্ধুর স্ত্রীকে শাড়ি উপহার দিয়ে সমালোচনার মুখে ব্যারিস্টার সুমন
তরমুজের সঙ্গে বা পরে খাবেন না যেসব খাবার
প্রেমিকার উপহারের পোশাক পরে তরুণের আত্মহত্যা
X
Fresh