• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তুরস্কে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১০, আহত ৭৩

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ জুলাই ২০১৮, ১০:৫৩

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে চলন্ত ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত হয়েছেন অন্তত ১০। এছাড়া আহত হয়েছেন ৭০ জনেরও বেশি। খবর ওয়াশিংটন পোস্ট, বিবিসি।

ট্রেনটি বুলগেরীয় সীমান্তের কাছে অবস্থিত কাপিকুলে শহর থেকে ইস্তাম্বুলের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় রোববার তেকিরদাগ প্রদেশে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এর ৬টি বগি ৩৬০ জন যাত্রী নিয়ে লাইনচ্যুত হয়ে পড়ে।

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা না গেলেও কর্তৃপক্ষ এর জন্য খারাপ আবহাওয়া এবং ভূমিধসকে দায়ী করেছেন বলে জানিয়েছে বিবিসি।

তবে স্থানীয় সূত্রে সিএনএন টার্ক জানিয়েছে, একটি ধসে পড়া সেতু এই দুর্ঘটনার কারণ।

টেলিভিশন ফুটেজে উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পৌঁছে আহতদের বগি থেকে বের করতে দেখা গেছে।

তেকিরদাগের গভর্নর মেহমেত সেইলান গণমাধ্যমকে জানিয়েছেন, আহতদের এরই মধ্যে হেলিকপ্টারের সাহায্যে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন:

এপি /জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালিবাগ ক্রসিংয়ে ট্রেন বিকল, ব্যাপক যানজট
ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু
৩ ঘণ্টায় বিক্রি হলো ট্রেনের ১৫ হাজার টিকিট
৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু
X
Fresh