• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাজ্যে নওয়াজ শরীফের সম্পদ নিয়ে তদন্তের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ জুলাই ২০১৮, ২১:৪১

যুক্তরাজ্যে নওয়াজ শরীফের সম্পদ নিয়ে তদন্ত নির্দেশ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এছাড়াও নওয়াজ শরীফকে দেশটিতে আশ্রয় না দেয়ার আহবান জানিয়েছেন। খবর ডন।

ট্রান্সপারেন্সি থেকে বলা হয়, যদি তার সম্পদ দুর্নীতিগ্রস্ত অর্থ দিয়ে কিনার প্রমাণ পাওয়া যায়,তাহলে তার সম্পদ জব্দ করা উচিত।

এছাড়া আরও বলা হয়েছে, নওয়াজ শরীফ পরিবারের মালিকানাধীন সম্পদ রয়েছে কিনা,তা অনুসন্ধানের আহবান জানান যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাকে।

এদিকে লন্ডনের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান উপদেষ্টা ডেভিস টেকা বলেন,আমরা দৃঢ়ভাবে নিশ্চিত করছি যে, নওয়াজ ও তার পরিবার দুর্নীতির অর্থ দিয়ে অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন না। যুক্তরাজ্যের উচিত নওয়াজের দুর্নীতির অর্থ দিয়ে সম্ভাব্য কোন সম্পদ আছে কিনা তা তদন্ত করা। এছাড়াও ব্রিটেনের আইন শৃঙ্খলা বাহিনীর প্রাদেশিক অঞ্চলে সম্পদের মালিকানা সার্বজনীন ভাবে প্রকাশ করা উচিত।

উল্লেখ্য, বর্তমানে নওয়াজ শরীফ লন্ডনে রয়েছেন। বিচারের সময় তিনি লন্ডনে আসা যাওয়া করতেন।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
প্রসূতির পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ, তদন্তে কমিটি
পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান রিয়াজ 
X
Fresh