• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন লিথুনিয়ান (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ জুলাই ২০১৮, ১৭:৪৬

স্ত্রীকে নিয়ে বিশ্ব দৌড় চ্যাম্পিয়নশিপের ২৩তম আসরের আয়োজন করা হয়েছে ফিনল্যান্ডে সোনকাজারভি শহরে। ৭ জুলাই শনিবার অনুষ্ঠিত হওয়া স্ত্রীকে কাঁধে নিয়ে এই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন লিথুনিয়ার এক দম্পতি। খবর রয়টার্স।

এ চ্যাম্পিয়নশিপে ৫২ জুটিকে পেছনে ফেলেন লিথুনিয়া দম্পতি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার দর্শক সেখানে হাজির হয়েছিলেন।

এ নিয়ে আয়োজকরা জানিয়েছেন, এবারের চ্যাম্পিয়নশিপে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন ও এস্তোনিয়াসহ ১৩টি দেশের ৫৩টি জুটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হওয়ার পর লিথুনিয়া দম্পতি উচ্ছ্বাস প্রকাশ করে।

স্ত্রীকে কাঁধে করে ২৫৩ দশমিক ৫ মিটার দূরত্ব পাড়ি দিতে হয়। পথে পানিভর্তি গর্তসহ নানা ধরনের বাধা থাকে।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, নিজের বউ ছাড়াও প্রতিবেশীর বউ বা বাগদত্তাকেও কাঁধে নিয়ে দৌড়ানো যেতে পারে।

উল্লেখ্য, এই খেলাটি শুরু হয়েছিল ১৮০০ সালে। প্রচলিত রয়েছে এলাকার রসভো রনকাইন নামের এক দুষ্কৃতকারী স্থানীয় মহিলাদের অপহরণ করতেন। এরপর ঘাড়ে করে নিয়ে পালিয়ে যেতেন। এ ঘটনা থেকেই এমন প্রতিযোগিতার আয়োজন করে আসছে আয়োজকরা। স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও একে অপরের প্রতি আকর্ষণ বাড়াতে ১৯৯২ সাল থেকে ফিনল্যান্ডের রাজধানী হেলিসিংকির ৫০০ কিলোমিটার উত্তরে সোনাকাজারভিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শোচনীয় হারের পর আরও এক দুঃসংবাদ পেলো টাইগাররা
চ্যাম্পিয়নস লিগে কঠিন প্রতিপক্ষ পেলো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ
একসঙ্গে মৃত্যুর ইচ্ছা পূরণ হলো দম্পতির, শায়িত হলেন পাশাপাশি
মুশতাক-তিশা দম্পতিকে নতুন যে নির্দেশনা দিলেন আদালত
X
Fresh