• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৮ আইএস জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ জুলাই ২০১৮, ১৮:৪৮

২০১৭ সালে ইরানের পার্লামেন্ট ও আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলা চালিয়েছিল ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলার সঙ্গে জড়িত ইসলামিক স্টেট (আইএস)’র আট জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ।

গত বছর ৭ জুন চারজন বন্দুকধারী তেহরানে পার্লামেন্ট ভবনে হামলা চালায়। পার্লামেন্টে গুলির ঘটনার প্রায় আধাঘণ্টা পর কয়েক কিলোমিটার দূরে শহরের দক্ষিণে ১৯৭৯ সালে ইরানের ইসলামিক বিপ্লবে নেতৃত্ব দেয়া আয়াতুল্লাহ খোমেনির সমাধিস্থলে গুলির ঘটনা ঘটে। দুটি হামলার ঘটনায় ১৭ জন বেসামরিক নাগরিক এবং সন্দেহভাজন পাঁচ হামলাকারীসহ ২২ জন নিহত হন।

তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, তেহরান প্রসিকিউটর কার্যালয় শনিবার প্রথম প্রহরে আট আইএস জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য জানায়।

এই হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে মে মাসের শুরুর দিক ইসলামিক রেভ্যুলুশনারি আদালত আট আইএস জঙ্গির মৃত্যুদণ্ড দেয়। ১১ জুন দেশটির সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখে।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন ইরানের ইস্পাহানকেই টার্গেট করল ইসরায়েল 
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
তেহরানে বিমান চলাচল স্বাভাবিক
X
Fresh