• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

লাহোরে প্রবল বৃষ্টিতে নিহত ১৫

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৫ জুলাই ২০১৮, ২১:৩২

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ লাহোরে গত দুই দিনের প্রবল বৃষ্টিতে অন্তত ১৫ জন নিহত ও বৃষ্টির কারণে ঘটে যাওয়া দুর্ঘটনায় ৭৫ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, টানা ১৫ ঘণ্টার বৃষ্টিতে শহরের বহু আবাসিক ও বাণিজ্যিক এলাকা এবং রাস্তা, হাসপাতাল, মার্কেট, কবরস্থান এবং সরকারি পার্কসহ বেশিরভাগ এলাকা প্লাবিত হয়। কোনো কোনো বাড়িতে তিন ফুটের বেশি পানি উঠে যাওয়ায় লোকজন আতংকগ্রস্ত হয়ে পড়ে।
--------------------------------------------------------
আরও পড়ুন : শিশু বিক্রির অভিযোগে মাদার তেরেসা কেন্দ্রের কর্মী আটক
--------------------------------------------------------

হাজার হাজার ঘর-বাড়িতে পানি ঢুকে পড়েছে এবং নৌকা নিয়ে আটকে পড়া লোকজনকে উদ্ধার করা হয়। এছাড়া, লাহোর বিমানবন্দরে বেশ কিছু সময় ফ্লাইট উঠা-নামা বন্ধ ছিল।

প্রবল বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় তিনশ’র বেশি দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের বৃষ্টি আরও হবে এবং এতে রাভি নদী ও আশপাশের এলাকায় বন্যা দেখা দিতে পারে। এছাড়া, রাওয়ালপিন্ডি শহরের কিছু কিছু বন্যাকবলিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে চাকরি, নেবে একাধিক
‘দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়কে স্মার্ট মন্ত্রণালয় হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করেছি’
রোহিঙ্গা খাতে দেশের বার্ষিক খরচ ১২০ কোটি টাকা : দুর্যোগ প্রতিমন্ত্রী
বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমাতে দরকার জনসচেতনতা : দুর্যোগ প্রতিমন্ত্রী
X
Fresh