• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

বাঘের জিভ খামচে ধরে বেঁচে যান ভবতোষ!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ জুলাই ২০১৮, ২১:৪৫

সুন্দরবনের জঙ্গলে বাঘের সঙ্গে লড়াই করে জীবন নিয়ে ফিরে এসে হিরো বনে গেলেন পশ্চিবঙ্গের সুন্দরবন কোস্টাল থানার ৪ নম্বর ছোট মোল্লাখালির বাসিন্দা ভবতোষ বাড়ৈ।

গত শনিবার (৩০ জুন) সকালে ভবতোষ ও তার চার সঙ্গীকে নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন বাঘনা রেঞ্জের ঝিলা ১ জঙ্গলের কাছে। সড়কখালি জোড়াখালে নৌকা থেকে নেমে জাল পাতছিলেন তারা। হঠাৎ ঘন সবুজ বনের মধ্যে থেকে বাঘ বেরিয়ে ঝাঁপিয়ে পড়ে ভবতোষের ওপর। আর জীবন বাঁচাতে বাঘের ওপর পাল্টা আক্রমণ করেন তিনি। খামচে ধরেন বাঘের জিভ। খবর দৈনিক আনন্দবাজার।

ভবতোষ বাড়ৈ বর্তমানে চিকিৎসাধীন আছেন ক্যানিং মহকুমা হাসপাতালে।

ভবতোষ বাড়ৈর সঙ্গে ছিলেন ঝন্টু বাড়ৈ, অরবিন্দ মণ্ডল, প্রীতিশ মাঝি ও হরিপদ। তারাই এই ঘটনার প্রত্যক্ষদর্শী।

তারা বলেন, বাঘের মুখে হাত ঢুকিয়ে জিভ টেনে ধরেছিলেন ভবতোষ। আর এক হাত দিয়ে গলা চেপে ধরেন। ঝাপটাঝাপটি চলতে থাকে। দুই জনে জলে পড়ে যান।

বাঘের সঙ্গে লড়াই করে যখন ফিরে আসেন ভবতোষ তখন তার দুই হাত রক্তে ভেসে যাচ্ছিল। তাকে প্রথমে ছোট মোল্লাখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গোসাবা হাসপাতাল। পরে পাঠানো হয় ক্যানিং মহকুমা হাসপাতালে।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঘাইছড়িতে পিকআপ উল্টে নারী নিহত
বাঘাইছড়িতে ফুলবিজু উৎসবের শুরু
বাঘায় প্লাস্টিকের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে
‘বাঘে ধরলে আঠারো ঘা, ছাত্রলীগ ধরলে ছত্রিশ ঘা’
X
Fresh