• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাণীর মৃত্যু পর করণীয় নিয়ে মহড়া করলো ব্রিটিশ মন্ত্রিসভা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ জুলাই ২০১৮, ২১:২৬

ব্রিটিশ রাণী এলিজাবেথের মৃত্যুর পর ১০ দিনের জাতীয় শোকের প্রস্তুতি সম্পর্কে এই প্রথমবারের মতো ‘অপ্রত্যাশিত’ মহড়া করলো ব্রিটিশ মন্ত্রিসভা। গত বৃহস্পতিবার এই মহড়া করা হয়। রোববার এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে এক্সপ্রেস ইউকে।

মন্ত্রিপরিষদের সদস্য ও হোয়াইট হল কর্তৃপক্ষ এই সপ্তাহে ক্যাসেল ডোভে রাণীর মৃত্যুর পর (প্রথম দিন) কী করা হবে- তা নিয়ে বৈঠক করেছে। থেরেসা মে’র ডেপুটি ডেভিড লিডিংটন বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া ওই বৈঠকে নেতৃত্ব দেন।

এতে আরও ছিলেন- হোম সেক্রেটারি সাজিদ জাভিদ, কমন্সের নেতা আন্দ্রা লিডসন এবং স্কটিশ সেক্রেটারি ডেভিড মুনডেল।

বৈঠকে রাণীর মৃত্যুর পরবর্তী সময় সম্পর্কে আলোচনা করা হয় এবং মন্ত্রীরা এই ঘটনার পর থেরেসা মে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কী বলবেন তা নিয়ে আলোচনা করেন। তবে রাণীর স্বাস্থ্য নিয়ে কোনও বিশেষ উদ্বেগ দেখা যায়নি।

বৈঠকে অংশ নেয়া এক মন্ত্রী বলেন, ‘বয়সজনিত কারণেই এই প্রক্রিয়া এগিয়ে নেয়া হচ্ছে’।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ
ডিবি কার্যালয়ে এসে যা জানালেন জবির সেই দুই শিক্ষক
এবার মীমের অভিযোগ গেল রাষ্ট্রপতির কাছে
যৌন হয়রানি : আরও দুই জবি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
X
Fresh