• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

১৮ হাজার গাছের ‘মৃত্যুদণ্ড’ ঠেকালো দিল্লি হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ জুলাই ২০১৮, ১৯:৪৯

গাছ কাটা রুখতে এক হয়েছেন ভারতের পরিবেশকর্মীরা। দেশটির রাজধানীর পরিবেশ কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনে আপাতত স্থগিত করা হলো প্রায় ১৮ হাজার গাছের মৃত্যুদণ্ডের নির্দেশ৷ আগামী ১৯ জুলাই পর্যন্ত একটি গাছেও হাত দেয়া যাবে না বলে জানিয়েছেন দিল্লির হাই কোর্ট। সোমবার এই রায় দেয়া হয়। খবর সংবাদ প্রতিদিন।

আজ সোমবার (২ জুলাই) জাতীয় পরিবেশ আদালত, ন্যাশনাল বিল্ডিং ডেভেলপমেন্ট করপোরেশন (এনবিসিসি) ও পূর্ত দপ্তরকে গাছ কাটার কাজ স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত একটি গাছেও হাত দেয়া যাবে না বলেও জানিয়ে দিয়েছেন উচ্চ আদালত।

এমনিতেই দূষণ সমস্যায় ভুগছে রাজধানী দিল্লি৷ তার উপর গাছ কাটার কেন্দ্রীয় নির্দেশের বিরুদ্ধে জনমত গড়ে উঠতে বেশি সময় লাগেনি৷ গাছের মৃত্যুদণ্ড রুখতে সাধারণ মানুষই এগিয়ে আসেন৷ নামেন ‘গাছ বাঁচাও’ আন্দোলনে।

দিল্লির বিভিন্ন এলাকা থেকে প্রায় সাড়ে ১৬ হাজার গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার।

দিল্লিতে সরকারের ভিআইপি হাউজিংয়ের জন্য এই গাছ কাটার কথা ছিল। গাছগুলো বেশিরভাগই সরোজিনীনগর থানার আওতায় পড়ে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন স্থানীয়রা।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জে গাছে ধাক্কা দিয়ে উড়ে গেল বাসের ছাদ, নিহত ১
সিএনজিচালককে হত্যায় ২ যুবকের মৃত্যুদণ্ড 
‘পরিবারের লোকজনও আমাদের শুধু টাকার গাছ মনে করে’
X
Fresh