• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভোটের দিনে টুইটে হিলারিই বেশি সরব

অনলাইন ডেস্ক
  ০৮ নভেম্বর ২০১৬, ১৮:৪৫

এখন সবকিছুর ছোঁয়া মেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমেরিকার নির্বাচনও এর ব্যতিক্রম নয়। ভোটের দিনও টুইটারে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। তবে এ ক্ষেত্রে ট্রাম্পের চেয়ে হিলারিই বেশি সরব।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে হিলারি ক্লিনটন তার টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘আজ ভোটের দিন! কোটি কোটি আমেরিকান হিলারির জন্য তাদের ভোটটি দিচ্ছেন। তাদের সঙ্গে যোগ দিন এবং আপনি কোথায় ভোট দিচ্ছেন সেটি নিশ্চিত হোন।’ হিলারি যখন এ টুইট করেন, তখন ভোটের সময় পেরিয়েছে এক ঘণ্টা।

এর ১৯ মিনিট আগে ডেমেক্র্যাট প্রার্থী লেখেন, ‘স্থিরভাবে দাঁড়িয়ে থাকবেন না। আজ ভোটের দিন।’

তারও দু’ঘণ্টা আগে হিলারি লেখেন, ‘যে ভোট কাউন্ট হয় না, সে ভোট দেবার কোনো মানে নেই। আজ আপনিই পার্থক্য গড়ে দিতে পারেন।’

বিজ্ঞানের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে মধ্যরাতে হিলারি লিখেন, ‘আপনারা যদি বিজ্ঞানে বিশ্বাস করেন তবে আমরা জলবায়ু পরিবর্তনের জন্য কাজ করবো। এর জন্য আপনাদেরকে ভোট দিতে হবে।’

এদিকে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টার দিকে ডোনাল্ড ট্রাম্প তার টুইটটার পেজে লিখেন, ‘আজ আমরা আবারো আমেরিকাকে বিখ্যাত করেছি।’ এর ৫ ঘণ্টা আগে তিনি লিখেছিলেন, ‘আমরা মিসিগ্যান স্টেট ও হোয়াইট হাউস জয় করতে যাচ্ছি! মিসিগ্যান তোমাকে ধন্যবাদ!’

হ্যাম্পশায়ারে জেতার পর ট্রাম্প লিখেন, ‘হ্যাম্পশায়ারের অবিশ্বাস্য সন্ধ্যা- ধন্যবাদ তোমাকে! এখন মিসিগ্যানে গ্র্যান্ড র‌্যাপিডস ওড়াতে হবে।’

কে/ এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh