• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভোট দিচ্ছেন মার্কিনিরা

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৮ নভেম্বর ২০১৬, ১৮:৩৫

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট চলছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৮টা সময়সীমায় চলছে রায় দেয়ার পালা। তবে ক’টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ রাত ৯টা পর্যন্ত।

রাজ্যভেদে ভোটগ্রহণের সময়সূচিতে পরিবর্তন হয়ে থাকে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ১৩ থেকে ১৪ ঘণ্টা দীর্ঘ সময় জুড়ে ভোটাভুটি চলছে।

এর আগে, ঘড়ির কাঁটা রাত ১২টা স্পর্শ করার সঙ্গে সঙ্গেই রীতি অনুযায়ী নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচ ও হার্টস লোকেসন নামের ২টি ছোট গ্রামের বাসিন্দারা প্রথমে ভোট দিয়েছেন। এ ভোটকে বলা হয় মধ্যরাতের ভোট। এতে ডিক্সভিল নচের মাত্র ৯ জন ভোটারের মধ্যে হিলারি পেয়েছেন ৪ ভোট। ট্রাম্প পেয়েছেন ২ ভোট।

যদিও এর আগে আগাম ভোটে নিজেদের অবস্থান জানিয়েছেন ৪ কোটিরও বেশি ভোটার। এ নির্বাচনে ২৮টি রাজ্যে নির্বাচন পর্যবেক্ষণে জাস্টিস ডিপার্টমেন্ট তাদের ৫ শতাধিক কর্মী নিয়োগ করবে।

ডিএইচ/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh