• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফ্রান্সের প্রেসিডেন্টকে ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ জুন ২০১৮, ১৯:৫৯

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার জন্য প্রভাবিত করার চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ইইউ ছাড়ার বিনিময়ে ফরাসি প্রেসিডেন্টকে বেশি বাণিজ্যিক সুবিধা দেয়ার কথাও বলেছেন।

গত এপ্রিল মাসের শেষ দিকে হোয়াইট হাউজে ম্যাক্রোঁর সঙ্গে বাণিজ্য বিষয়ে আলোচনা করার সময় ট্রাম্প এ প্রস্তাব দেন। ওয়াশিংটন পোস্ট, নিউজ উইক।

------------------------------------------------------
আরও পড়ুন : আমরা শত্রু নই, আমরাই তোমরা
-------------------------------------------------------

আলোচনার এক পর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প ফরাসি প্রেসিডেন্টকে বলেন, আপনি কেন ইইউ ছাড়ছেন না? ইইউ কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ প্রতিবেদন করেছে।

ট্রাম্প জানান, যদি ফরাসি প্রেসিডেন্ট ইইউ ছাড়েন, তাহলে তিনি প্যারিসকে বেশি সুবিধা দিয়ে বাণিজ্য চুক্তি করবেন।

ওয়াশিংটন পোস্টের এ খবর অস্বীকার করেনি হোয়াইট হাউজ। তবে এ বিষয়ে কোনও মন্তব্যও করেনি। অবশ্য, এটা পরিষ্কার নয় যে, ট্রাম্প নিতান্তই কৌতুক করে এ কথা বলেছিলেন নাকি ইউরোপীয় জোটকে দুর্বল করার জন্য তিনি বিশেষ গুরুত্ব দিয়ে বলেছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীন পণ্যের বিরুদ্ধে পাল্টা শুল্ক বসিয়েছে কানাডা। কানাডা সরকার বলেছে, মার্কিন বাণিজ্যযুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা এভাবে শুল্ক বসানো অব্যাহত রাখবে। আগামীকাল ১ জুলাই (রোববার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আরও পড়ুন :

টিনের কৌটায় ভর করে হাঁটে সিরিয়ার এই শিশু

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
মালদ্বীপে প্রেসিডেন্ট মুইজ্জুর দল পিএনসির বড় জয়
মার্তিনেজের আচরণে ক্ষুব্ধ ফরাসি ক্লাব প্রেসিডেন্ট
ইসরায়েলে হামলা নিয়ে যা বলল ইরান
X
Fresh