• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তুরস্কে জরুরি আইন প্রত্যাহার হচ্ছে

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৯ জুন ২০১৮, ১৬:৪৩

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান তার দেশে জারি করা জরুরি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

২০১৬ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জের ধরে তুরস্কে জরুরি আইন জারি করা হয়। পরবর্তীতে যার মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। এ আইনের সর্বশেষ মেয়াদ আগামী মাসে শেষ হওয়ার কথা রয়েছে।

তুরস্কের দৈনিক সাবাহ বৃহস্পতিবার জানিয়েছে, তিন মাসব্যাপী চলতি জরুরি অবস্থার মেয়াদ জুলাইয়ে শেষ হওয়ার পর তা আর নবায়ন না করতে সম্মত হয়েছেন এরদোয়ান ও এমএইচপি নেতা দেভলেত বাহচেলি। বুধবার এক বৈঠকে দুই নেতা এ সিদ্ধান্ত নেন।

প্রেসিডেন্ট এরদোয়ান এমএইচপি দলকে মন্ত্রিসভায় স্থান দিতে পারেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

গত ২৪ জুন তুরস্কে অনুষ্ঠিত প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে বিজয়ী হন রিসেপ তাইয়্যেব এরদোয়ান ও তার দল একেপি। এ নির্বাচনের আগে দলীয় প্রচারণায় জরুরি অবস্থা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন এরদোগান।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh